মালালা নোবেল পুরস্কার পেতে পারলে, আমার ফুফু পাবে না কেন? ===================================

লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ১১ অক্টোবর, ২০১৪, ০৪:৪৪:৪০ বিকাল

মালালা ইউসুফজাই ও ভারতের কৈলাশ সত্যার্থী নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন । কৈলাশ সত্যার্থী একজন শিশু অধিকারকর্মী । তিনি ১৯৮৩ সালে ‘বাচপন বাঁচাও আন্দোলন’ নামের একটি সংস্থা গঠন করেন। তার নোবেল পাওয়া নিয়ে কেউ প্রশ্ন তুলেনি। কিন্তু মালালার নোবেল নিয়ে অনেকে আঙ্গুল উঠিয়েছেন। মামালার জন্ম ১৯৯৮ সালে পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চল সোয়াত উপত্যকায়। (যদিও তার জন্ম, জন্মদাতা, ধর্ম নিয়ে বির্তক আছে) ২০০৯ সালে থেকে অর্থাৎ মালালার ১১ বছর বয়সে বিবিসি উর্দু সার্ভিস ব্লগে তালেবানের বিরুদ্ধে “লাইফ আন্ডার দ্য তালেবান” নামে ধারাবাহিক ডায়রি লিখে জনপ্রিয়তা অর্জন করে। ২০১১ সালের অক্টবর মাসে তালেবান তাকে লক্ষ্য করে গুলি করে। দেশ বিদেশের মিডিয়ার বদৌলতে মালালা আজ নোবেল বিজয়ী।

কিন্তু মনে কিছু কিছু প্রশ্নের ‍উদ্রেক হয়, যার উত্তর খুঁজে পাওয়া যায় না।১। মালালা যে সোয়াত উপত্যকায় জন্ম গ্রহণ করে সে উপত্যকা ইসলামাবাদ থেকে মাত্র ১০০ কিঃমিঃ দুরে। পাকিস্তান কি এই অর্থব দেশ! যে রাজধানীর অদুর উপত্যকা তালেবান দখল করে নিয়েছে?

২। ২০০৯ সালে ইন্টারনেট অত্যন্ত দুর্লভ বিষয় ছিল, মালালা সোয়াত উপত্যকায় নেট সংযোগ পেল কি করে? ৩। ১১ বছর বয়সের মেয়েরা খেলনা নিয়ে খেলাধুলা করে; যদি বলা হত মালালা ফেসবুকে লিখতো, হয়তো সেটা বিশ্বাস যোগ্য হত। কিন্তু বলা হয়েছে মালালা ব্লগে লিখতো,তাও আবার বিবিসি ব্লগে!!!? ফেসবুক পুরাতন বিষয়, কিন্তু ব্লগ বিশ্বে ২০১১ সাল থেকে পরিচিতি লাভ করে। ছোট্ট মেয়েটি ব্লগ বিষয়টি বুঝলো কি করে? ৪। কৈলাশ সত্যার্থী শিশু অধিকার নিয়ে কাজ করেছেন, কিন্তু মালালা বিগত ৪ বছরে কি কাজ করেছে? ৫। যদি সাথী সঙ্গিনীদের নিয়ে স্কুলে যাওয়ার কারনে নোবেল পুরস্কার পাওয়া যায় তাহলে আমার ফুফুও নোভেল পাওয়ার যোগ্য। তিনি ২৭ বছর পূর্বে তার সাথীদেরকে নিয়ে রাত্রিকালিন বাংলা পড়েতে যেতেন। সে সময় মুরুব্বিরা মেয়েদেরকে বাংলা পড়তে বাড়ী থেকে বের হতে দিতেন না। আমার ফুফু স্বেচ্চায় সবাইকে নিয়ে সুপিসারে পড়তে যেতেন। ৬। আর যদি অন্যে বই লেখে মালালা নামে ছাপানোর কারনে নোবেল পুরস্কার পায়, তাহলে আমাকেও নোবেল দিতে হবে। কারন অন্যকে টাকা দিয়ে তাদের লিখা বই আমার নামেও ছাপাতে পারি।

বিষয়: বিবিধ

১৫৭২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

273177
১১ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪৪
273219
১১ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমি সাইন্স ফিকশন লিখছি একটি দেশ যেখানে কোন অপরাধ নাই। আমাকে নোবেল দিতে হবে!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File